ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ৯টি করাতকলে তালা ঝুলানো হয়েছে। রবিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ.এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উপজেলার আমতলী বাজারসহ বিভিন্ন এলাকার ১৩টি করাতকালে অভিযান পরিচালানা করেন। এ সময় অবৈধ ৯টি করাতকলকে তালা ঝুলিয়ে বন্ধ করে দেয়া হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ.এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, অভিযানকালে ১৩টি করাতকলের মধ্যে ৪টি করাতকলের লাইসেন্স পাওয়া যায়। বাকি ৯ টি করাতকলের লাইসেন্স না থাকায় এগুলোবে বন্ধ করে তালা লাগিয়ে দেয়া হয় ও তাদেরকে দ্রুত লাইসেন্স করার জন্য নির্দেশ দেয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপজেলা বন কর্মকর্তা মো. শাহজাহান সহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম