রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ফসলের জমিতে ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া-গান্ধিমারা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইসলামপুর ইউনিয়ন পরিবেশ রক্ষা কমিটির আয়োজনে এই মানববন্ধনে সহস্রাধিক স্থানীয় জনগণ, স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় প্রভাবশালী একটি মহল ওই ইটভাটা তৈরি করেছে। আরএনবি ইটভাটা কর্তৃপক্ষ এলাকার মানুষের কাছ থেকে দুই বছরের জন্য জমি লিজ নিয়ে ভাটার কার্যক্রম শুরু করে। ইটভাটা তৈরির পরই এলাকার কৃষিপণ্য উৎপাদনে ব্যাপক প্রভাব পড়েছে।
বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ আলী মাস্টার বলেন, ইটভাটা বন্ধে ১৬ জন স্থানীয় বাসিন্দা আমার কাছে অভিযোগপত্র দিয়েছেন। আমি ভাটা কর্তৃপক্ষের সাথে কথা বলে কোনো সুরাহা করতে পারিনি। বিষয়টি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তোলা হবে।
বিডি প্রতিদিন/এমআই