রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের জিয়ালগাড়া বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ইউনিয়নের লক্ষনদীয়া যুব সমাজের আয়োজনে এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম ফরিদ হোসেন মিয়া। নৌকা বাইচ দেখতে জেলার বালিয়াকান্দি ও রাজবাড়ী সদর উপজেলা থেকে হাজারো দর্শক প্রতিযোগিতা উপভোগ করেন।
প্রতিযোগিতায় তিন গ্রুপে বিভক্ত হয়ে ১২টি নৌকা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে লুৎফর রহমানের নৌকা প্রথম স্থান, হরেন্দ্র নাথ বৈরাগীর নৌকা দ্বিতীয় স্থান ও আসাদ মন্ডলের মায়ের দোয়া নৌকা তৃতীয় স্থান লাভ করে।
‘খ’ গ্রুপে মান্নান মন্ডলের নৌকা প্রথম স্থান, বজলুর রহমানের নৌকা দ্বিতীয় স্থান ও আকমল হোসেনের নৌকা তৃতীয় স্থান লাভ করে। আর ‘গ’ গ্রুপের আফসার শেখের নৌকা প্রথম স্থান, খোরশেদ শেখের নৌকা দ্বিতীয় স্থান ও সুনিল মন্ডলের নৌকা তৃতীয় স্থান লাভ করেন।
অনুষ্ঠানে আসা দর্শনার্থীরা বলেন, কয়েক বছর পর এই বিলে বড় নৌকা বাইচ অনুষ্ঠিত হলো। হাজার হাজার দর্শনার্থী এখানে এসেছে। বর্তমানে বিলে আগের মতো পানি আসে না। এক সময় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার মধ্যে নৌকা বাইচ অন্যতম ছিল। বর্তমানে সেটি বিলুুপ্ত হওয়ার পথে। ঐতিহ্যবাহী এই আয়োজন ফিরিয়ে আনতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন উপস্থিত দর্শনার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ কে এম ফরিদ হোসেন বলেন, এই নৌকা বাইচ প্রতিযোগিতায় ইউনিয়ন পরিষদ থেকে সহযোগিতা করেছে। আমিসহ বালিয়াকান্দি থানার পুলিশ সদস্যরা উপস্থিত থেকে শান্তিপূর্ণভাবে নৌকা বাইচ শেষ হয়েছে।
বালিয়াকান্দি থানার (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নৌকা বাইচ শেষ হয়েছে। বর্তমানের পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি ইতিহাস-ঐতিহ্য রক্ষায় কাজ করে যাচ্ছে। নৌকা বাইচে বালিয়াকান্দি থানা পুলিশের ব্যাপক সহায়তা ছিল বলে শান্তিপূর্ণভাবে বাইচ অনুষ্ঠিত হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই