সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও মীনা দিবস-২০২২ পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নতুন রেল স্টেশন হয়ে শহর প্রদক্ষিণ করে।
কুড়িগ্রাম সদর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ইউনিসেফ এর সহযোগিতায় শনিবার দুপুরে এ বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে সদর উপজেলা হলরুমে গল্প বলা,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দীন আহমেদ মঞ্জু।
এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথামিক শিক্ষা অফিসার মো: লুৎফর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরুজা বেগম, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস আক্তার,কানিজ ফাতিমা, প্রধান শিক্ষক ফজলে ইলাহী তমাল,আব্দুস সামাদ, রুখসানা বেগম লিপিসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীরা।
মীনা দিবস উপলক্ষে দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএম