ফরিদপুর সদর উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিল করে অবৈধভাবে নতুন আহবায়ক কমিটি করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রলীগের একাংশ। মঙ্গলবার বেলা ১টার দিকে সরকারী রাজেন্দ্র কলেজ শহর শাখা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
সেখানে সমাবেশ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। সমাবেশে জেলা ছাত্রলীগের সহসভাপতি অমিয় সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা আশিকুর রহমান বিপ্লব, মশিউর রহমান সুপ্ত, রাকিবুল ইসলাম, মনিরুজ্জামান মনির। সভা থেকে বক্তারা অভিযোগ করে বলেন, কোন সভা ছাড়াই সভাপতি-সাধারণ সম্পাদক একটি প্রেস রিলিজের মাধ্যমে সদর ছাত্রলীগ, রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রলীগ ও ইয়াছিন কলেজ শাখা কমিটি বাতিল করেন। পরে শহর কমিটির একটি কমিটি ঘোষনা করেন যা সংগঠন বিরোধী।
অগঠনতান্ত্রিকভাবে গঠিত ছাত্রলীগের সদর শাখার অবৈধ কমিটি বাতিলের দাবী জানানো হয়। পাশাপাশি জেলা ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিল করে নতুন কমিটিরও দাবী জানান বক্তারা। এ কমিটি বাতিলসহ সংগঠন বিরোধী কর্মকান্ড বন্ধ না করা হলে কঠোর আন্দোলনে নামার ঘোষনা দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এএ