২ অক্টোবর, ২০২২ ১৬:৩৬

দিনাজপুরে শিশুদের মাঝে পূজার উপহারসহ বস্ত্র বিতরণ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে শিশুদের মাঝে 
পূজার উপহারসহ বস্ত্র বিতরণ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খানসামার মধ্য জোয়ার ও জোয়ার কালিরবাজার সর্বজনীন দূর্গা মন্ডপে বস্ত্র এবং ফুলবাড়ীর গুচ্ছগ্রামের অর্ধশতাধিক দরিদ্র শিশুর হাতে পূজার উপহারস্বরূপ নতুন পোশাক বিতরণ করা হয়েছে। 

শনিবার (মহাষষ্ঠীতে) খানসামার খামারপাড়া ইউপির মধ্য জোয়ার সার্বজনীন দূর্গা মন্ডপ ও জোয়ার কালিরবাজার সার্বজনীন দূর্গা মন্ডপের পৃথক পৃথক আয়োজনে স্ব স্ব মন্ডপ চত্বরে শতাধিক দুস্থ ও অসহায় পরিবারকে বস্ত্র বিতরণ করা হয় এবং একই সময় ফুলবাড়ীর গুচ্ছগ্রামের সুবিধাবঞ্চিত শিশুদের খুঁজে বের করে তাদের নতুন পোশাক পরিয়ে দেন ‘আমরা করব জয় সমাজকল্যাণ সংস্থা’ নামের এক সংগঠনের তরুন-তরুনীরা।

এসময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার, ওসি চিত্তরঞ্জন রায়, খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী প্রমুখ।
অপরদিকে, ফুলবাড়ীতে ‘আমরা করব জয় সমাজকল্যাণ সংস্থা’র কোষাধ্যক্ষ জাকিরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য অনন্যা প্রামাণিক, সদস্য প্রেমা দাস, সদস্য শর্মিলী ছন্দা, সদস্য জাহিদ হাসান, সদস্য আমিনুল ইসলাম আকাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর