নাটোরের সিংড়া পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ডালিম আহমেদ ডনকে সভাপতি এবং সাজ্জাদ হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া হান্নান আহমেদ হাসান ও খায়রুজ্জামান বাবু সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা কোর্ট মাঠে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই কমিটি ঘোষণা করা হয়। সিংড়া পৌর আওয়ামী লীগের সদ্য বিদায়ী সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথি ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সম্মেলনের উদ্বোধক ছিলেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস। সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফা জেসমিন কণিকা, জাহেদুল ইসলাম ভোলা, লুৎফুল হাবিব রুবেল ও মাওলানা রুহুল আমিন প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই