৩ অক্টোবর, ২০২২ ২০:১৬

মানিকগঞ্জে মণ্ডপগুলোতে দর্শনার্থীর ঢল

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে মণ্ডপগুলোতে দর্শনার্থীর ঢল

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। মানিকগঞ্জে আজ সারা দিন প্রচুর দর্শনার্থী বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে ঘুরে দেখছেন। নারী-পুরুষ শিশু- বৃদ্ধ সকলেই এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপ ঘুরে দেখছেন। গত দুই বছর করোনা মহামারির কারণে স্বল্প পরিসরে পূজা উদযাপন হয়েছিল। এবার অতি উৎসাহ উদ্দীপনা নিয়ে লোকজন পূজা উদযাপন করছেন। 

এবার ঘিওর উপজেলার বানিয়াজুরী এলাকার মালাকার বাড়ির পূজা মণ্ডপে দর্শনার্থীদের ঢল নেমেছে। সিংগাইর থেকে পূজা মণ্ডপ দেখতে আসা আরতি ধর বলেন, আটটি প্রতিমা দেখেছি কিন্তু বানিয়াজুরির মালাকার বাড়ির প্রতিমা বেশি ভালো লেগেছে। বাড়ির সামনে বিশাল খোলা জায়গা। বসার সুব্যবস্থাসহ গাড়ি রাখারও ব্যবস্থা আছে। বাচ্চারা খুব আনন্দ করেছে। 

জেলায় এবার ৫৫০টি পূজা মণ্ডপ তৈরী হয়েছে। যা গতবারের চেয়ে ৪৩টি বেশি। জেলায় যতগুলি বড় পূজা মণ্ডব তৈরী হয়েছে তার মধ্যে ঘিওর উপজেলার বানিয়াজুরী এলাকার মালাকার বাড়ির মণ্ডপ অন্যতম। সবচেয়ে সুন্দর কারুকার্য এবং প্রতিমা তৈরী করায় এখানে দর্শনার্থদের ভিড় বেশি। তাছাড়া দর্শনার্থীদের বসার ব্যবস্থা, গাড়ি পার্কিং এর ব্যবস্থাসহ সকল সুযোগ সুবিধা রয়েছে। গঙ্গাঁ চরন মালাকার বলেন, সকল ধর্মের লোকদের আন্তরিকতায় এখানে ৪৯ বছর ধরে পূজা হয়ে আসছে। প্রশাসন সার্বিক সহযোগীতা দিয়ে আসছে। কোন ধরনের সমস্যা নেই। সার্বিক পরিবেশ চমৎকার।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর