লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫ থেকে ১১ বছর বয়সী ২ লাখ ৪৩ হাজার ৪শ শিশু শিক্ষার্থীকে করোনার টিকা দেয়ার কার্যক্রম শুরু করা হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।
এসময় জেলা সিভিল সার্জন ডা. আহমেদ কবির, পৌর মেয়র মোজাম্মেল হায়রদার মাসুম ভূইয়া উপস্থিত ছিলেন।
একই সময় লক্ষ্মীপুর ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও টিকা দিতে দেখা গেছে। জেলায় প্রায় সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এক হাজারের বেশি। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ফাইজার-বায়োএনটেকের টিকা দেয়া হচ্ছে বলে জানান সিভিল সার্জন। প্রথম ডোজ নেয়ার চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেয়া হবে বলে জানান চিকিৎসকরা।
জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, এ কার্যক্রম আগামী তিন সপ্তাহ চলবে। শিক্ষার্থীদের মধ্যে টিকা নিতে ব্যাপক আগ্রহ আছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন