রংপুরের পীরগঞ্জে স্কুলের কমিটি গঠনকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে রমজান আলী ওরফে আকাশ নামের অষ্টম শ্রেণির এক ছাত্র নিহতের ঘটনায় দুটি মামলা হয়েছে। পুলিশ এপর্যন্ত ১১জনকে গ্রেফতার করেছে। এখনও থমথমে অবস্থা বিরাজ করছে খেতাবেরপাড়া পিএমএ উচ্চ বিদ্যালয় এলাকায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও এলাকবাসী সূত্রে জানাগেছে, শিক্ষার্থী আকাশের মৃত্যুর ঘটনায় তার মা গোলাপী বেগম ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন। অপরদিকে পুলিশের উপর হামলার ঘটনায় পীরগঞ্জ থানার এসআই নজরুল ইসলাম বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় সোমবার রাত পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করেছে।
রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. কামরুজ্জামান বলেন, থানায় দুটি মামলা হয়েছে। এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। হামলাকারীদের চিহ্নিত করে তাদের গ্রেফতারে অভিযান চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, উপজেলার মদনখালী ইউনিয়নের খেতাবের পাড়া পিএমএ উচ্চ বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে দীর্ঘদিন থেকে প্রধান শিক্ষক নুরুন্নবী তালুকদার ও একই স্কুলের সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলামের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। সম্প্রতি ওই স্কুলের অভিভাবক সদস্য নির্বাচনে সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলামের প্যানেল হেরে যায় এবং প্রধান শিক্ষক নুরুন্নবী তালুকদার সমর্থিত প্যানেল থেকে ৩ জন অভিভাবক সদস্য নির্বাচিত হয়। এরপর ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম বাবু স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হন। সোমবার স্কুল খুললে দু’গ্রুপের সংঘর্ষে ওই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র রমজান আলী ওরফে আকাশ বল্লমের আঘাতে ঘটনাস্থলেই মারা যায়। এসময় পুলিশসহ কমপক্ষে ১৫ জন আহত হন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন