বাগেরহাটে প্রাথমিক বিদ্যালয়ের ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান শিশুদের এই টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন।
প্রথম দিনে ষাটগম্বুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৭০ জন শিক্ষার্থীসহ জেলার ৪৫০টি বিদ্যালয়ের ৩০ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়। আগামী ২২ অক্টোবর পর্যন্ত বাগেরহাটের ১ হাজার ৯৯৭ টি প্রাথমিক বিদ্যালয়ের ১ লাখ ৯০ হাজার ৯৫২ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
বাগেরহাটে শিশুদের টিকা প্রদান কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ, সদর উপজেলা নির্বাহী মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা স্বস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ কুমার বখসি, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চুসহ স্বাস্থ্যকর্মী, অভিভাবক ও শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/কালাম