দিনাজপুরের বিরলে ১২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় দুইজন পালিয়ে যায়। সোমবার রাত ৮টার দিকে পুলিশ উপজেলার সুখদেবপুর তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করে। পরে আটক মাদক ব্যবসায়ী মামুনকে (৩৮) মঙ্গলবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আটক মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার পূর্নমতি গ্রামের মৃত মস্তাজ আলীর ছেলে।
পলাতক ব্যক্তিরা হলেন-একই জেলা ও উপজেলার জগতপুর গ্রামের মো. শামীম (৪৫) ও বিরল উপজেলার শহরগ্রাম ইউপির গগনপুর গ্রামের মো. জবেদ আলীর ছেলে মো. রব্বানী (৪০)।
পুলিশ জানায়, সোমবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিরলের সুখদেবপুর তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকা দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রাতেই বিরল থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা করেছে।
বিডি প্রতিদিন/এমআই