বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বরগুনা পৌরসভার মিলনায়তনে আলোচনা সভা ও শিক্ষকদের সম্মাননার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার গণসাক্ষরতা অভিযান এবং সংগঠিত গ্রামোন্নয়ন কর্মসূচির (সংগ্রাম) সহায়তায় জেলা শিক্ষা নেটওয়ার্ক এই আলোচনা সভার আয়োজন করে।
কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ জিয়াউল করিমের সভাপতিত্বে ও শিক্ষা নেটওয়ার্কের ভারপ্রাপ্ত সভাপতি হাসানুর রহমানের সঞ্চালনায় আলোচনায় অংশ গ্রহণ করেন মুক্তিযোদ্ধা আ. মোতালেব মৃধা, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, পাথরঘাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সিনিয়র সাংবাদিক চিত্ত রঞ্জন শীল, হারুন-অর রশিদ, সাধারণ সম্পাদক তপন চন্দ্র ও সহ-সভাপতি ইদ্রিসুল আলম।
আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল হাফিজ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আ. আলিম লিটন, জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক সিদ্দিকুর রহমান, ফজিলাতুনেছা, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হোসনেয়ারা চম্পা, টেকনিকাল কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন ও টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি জাফর হাওলাদার।
বিডি প্রতিদিন/এমআই