নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষ ঘটনায় পৃথক দু’টি মামলা হয়েছে। এ ঘটনায় গতকাল সোমবার রাতে পাঁচজনকে আটক করেছে সিংড়া থানা পুলিশ।
আটককৃতরা হলেন, আফসার আলীর ছেলে রবিউল (৩২), গহের আলীর ছেলে আলী হাসান ঠান্ডু (৩৫), মৃত মোহাম্মাদ আলীর ছেলে জুয়েল ওরফে জুলু ( ৩২), মৃত রইস উদ্দিনের ছেলে হাবিল (২৭)। প্রত্যেকের বাড়ি বামিহাল দোশোপাড়া, মৃত মহির উদ্দিনের ছেলে নাজিম উদ্দীন (৩২)।
আফতাব উদ্দিন নিহতের ঘটনায় তার ছেলে আব্দুল ওহাব বাদী হয়ে ২০ জনের নামে থানায় মামলা করেছেন। অপরদিকে রুহুল আমিন নিহতের ঘটনায় তার ছেলে শাহিন বাদী হয়ে ৪২ জনকে আসামি করে থানায় মামলা করেছেন।
সিংড়া থানার ওসি মিজানুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত, গত রবিবার নাটোরের সিংড়ায় বামিহাল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আফতাব নিহত হন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন