বাগেরহাটের শরণখোলা উপজেলায় জমি দখলে নিতে না পেরে শতাধিক ফলদ গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রায়েন্দা ইউনিয়নের খাদা গ্রামে এমন ঘটনা ঘটে।
ভুক্তভোগী মোসলেম আকন অভিযোগ করে বলেছেন, ৪০ বছর আগে শরণখোলার রায়েন্দা ইউনিয়নের খাদা গ্রামের নুরু মিয়া ফরাজির কাছ থেকে ৭ শতক জমি ক্রয় করেন তিনি। সেই থেকে ক্রয়কৃত সম্পত্তি ভোগদখল করে আসছেন। সেই জমিতে তিনি ফলদ ও বনজ গাছ লাগান। তবে জমি বিক্রয়ের ৪০ বছর পর নুরুমিয়া ফরাজির ছেলে কালাম ফরাজি (৪৫) দাবি করেন, সেই জমি তাদের। এ নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার সালিশ বৈঠকও হয়। তাতে মোসলেম আকনের পক্ষেই রায় হয়।
বর্তমানে মোসলেম আকনের কাছে জমি বাবদ আরও ৫০ হাজার টাকা দাবি করেন জমির পূর্বের মালিক কালাম ফরাজি ও জাকির আকন (৪৫)। সেই টাকা না দেওয়ায় লোকজন নিয়ে এসে দুপুরে ওই জমিতে থাকা প্রায় শতাধিক ফলদ গাছ কেটে ফেলেন জাকির আকন ও কালাম ফরাজি। এ ঘটনায় ভুক্তভোগী মোসলেম আকন ও তার পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন।
এ ব্যাপারে শরণখোলা থানার ওসি মো. ইকরাম হোসেন বলেন, ‘ভুক্তভোগীরা অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে’।
বিডি প্রতিদিন/ফারজানা