মেহেরপুরে প্রাথমিক বিদ্যালয়ের ৫ থেকে ১১ বছর বয়সী ৮২ হাজার ৩শ শিশুদের করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হওয়ার পর স্বাস্থ্য বিভাগ তা আপাতত স্থগিত ঘোষণা করেছে। আজ মঙ্গলবার সকালে মেহেরপুর শহরের শহিদ ক্যাপটেন আশরাফুল হাফিজ খান দৃষ্টি নন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করা হয়। এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে একযোগে ৪০টি বিদ্যালয়ে শিশুদের ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে ভ্যাকসিন শেষ হয়ে যাওয়ায় এ কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে স্বাস্থ বিভাগ।
মেহেরপুর জেলা সিভিল সার্জন ডাঃ জাওয়েহারুল আনাম সিদ্দিকী জানান, সারা দেশের ন্যায় মেহেরপুরেও ৫ থেকে ১১ বছর বয়সী ৮২ হাজার ৩শ শিশুদের করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। তবে ভ্যকসিন শেষ হয়ে যাওয়ার কারনে কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। তবে ভ্যাকসিন পাওয়ার পর আগামী ১৭ আথবা ১৮ তারিখ থেকে পুনারায় এ কার্যক্রম শুর করা শুরু হবে। মেহেরপুর মোট ১২ কার্য দিবস বিদ্যালয়ের সকল শিশুদের ভ্যকসিন প্রদান করা হবে। এ ছাড়া অতিরিক্ত এক কার্যদিবস ঝড়েপড়া শিশুদের খুঁজে বের করে ভ্যাকসিন প্রদান করা হবে।
বিডি প্রতিদিন/এএ