সিরাজগঞ্জের সলঙ্গায় ককটেল বোমা বিস্ফোরণের ঘটনায় অবিস্ফোরিত ৭টি ককটেলসহ দুইজনকে আটক করেছে র্যাব-১২ এর সদস্যরা। আটককৃতরা হলো- যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মোবারকপুর মিলপট্টি গ্রামের আজিজুর রহমানের ছেলে আল-আমিন হোসেন (১৯) ও ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার মালতেপাড়া গ্রামের মৃত আকেজের ছেলে মিকাইল হোসেন (১৯)।
মঙ্গলবার সকালে র্যাব-১২ এর হেডকোয়ার্টারে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানান র্যাব-১২ এর অধিনায়ক মো: মারুফ হোসেন (পিপিএম)। তিনি জানান, শামিম হোসেন নামের এক দুর্বৃত্ত আল-আমিন ও মিকাইলকে সাথে নিয়ে সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়াশিকার এলাকায় একটি ভাড়া বাসা নিয়ে বিভিন্ন সময়ে ভিন্ন-ভিন্ন ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি করত। মুক্তিপণ দিতে রাজি না হলে বিভিন্নভাবে অপহৃতদের উপর শারীরিক নির্যাতন চালাতো।
সোমবার (১০ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ শহরের এক বালু ব্যাবসায়ীকে আলোচনার কথা বলে নিয়ে এসে তাকে আটক করে মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ দিতে রাজি না হলে তার শরীরে বৈদ্যুতিক শক দেয়। এসময় ব্যবসায়ীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে দুর্বৃত্তরা দুটি ককটেল বোমা বিস্ফারণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে দুইজন আহত হয়।
তিনি আরো জানান, খবর পেয়ে র্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে ৭টি অবিস্ফোরিত ককটেল বোমা, ২টি হাসুয়া ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম