ময়মনসিংহের ভালুকায় ট্রাক চাপায় জুবেদ আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পৌরসভার বটটিলার কাছে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পুরুড়া গ্রামের মৃত আব্দুল হেকিম শেখের ছেলে জুবেদ আলী পৌরসভার কলেজপাড়া বটটিলা পাঞ্জেখানায় মাগরিবের নামাজ শেষে বাসায় ফিরছিলেন। সড়ক পার হতে গিয়ে ঢাকাগামী অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ভালুকা হাইওয়ে থানার ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল