বাগেরহাটে ইলিশ রক্ষায় ৪ দিনে ১ লাখ ২২ হাজার ৬০০ মিটার জাল জব্দ করা হয়েছে। ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে গত ৪ দিনে জেলার বিভিন্ন নদী ও পশুর চ্যানেলে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। জব্দ জালের মধ্যে বেহুন্দি, কারেন্ট জাল, চায়না দুয়ারি, চর ঘেরা, ছান্দি ও নেট জাল রয়েছে। গত ৭ অক্টোবর সকাল থেকে ১০ অক্টোবর রাত পর্যন্ত এ অভিযানে উদ্ধার হওয়া এসব জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।
বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল বলেন, মা ইলিশ রক্ষার এ অভিযান শতভাগ সফল করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। কোস্টগার্ড, নৌবাহিনী, উপজেলা-জেলা প্রশাসন ও মৎস্য অধিদফতরের পক্ষ থেকে প্রতিনিয়ত অভিযান চালানো হচ্ছে। গত ৭ অক্টোবর থেকে ১০ অক্টোবর রাত পর্যন্ত বাগেরহাটের ঘষিয়াখালি, বলেশ্বর, পশুর, পানগুছি, মধুমতি, দড়াটানা ও পশুর চ্যানেলে অভিযান চালিয়ে ১ লাখ ২২ হাজার ৬০০ মিটার জাল জব্দ করা হয়েছে। এসময়ের মধ্যে ২২টি মোবাইল কোর্ট ও ৭৬টি অভিযান পরিচাললনা করা হয়। তবে অভিযান কালে কোনো জেলে বা জালের মালিককে পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/এএ