বাগেরহাট জেলা পরিষদ নির্বাচনে ৩ নম্বর চিতলমারী উপজেলা ওয়ার্ডের সদস্য পদের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহন আলী বিশ্বাস। মঙ্গলবার সকালে চিতলমারী উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।
এসময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল, ভাইস চেয়ারম্যান এস এম মাহাতাবুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পিজুস কান্তি রায়সহ চিতলমারীর বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
মোহন আলী বিশ্বাস তার লিখিত বক্তব্যে জানান, উপজেলা আওয়ামী লীগের সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে তিনি এই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। একই সাথে তিনি স্থানীয় সংসদ সদস্যে শেখ হেলাল উদ্দীনের পছন্দের প্রার্থী সরদার টিটোর প্রতি সমর্থন প্রদান করেন।
আগামী ১৭ অক্টোবর বাগেরহাট জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে জেলার ৯টি উপজেলা, ৭৫টি ইউনিয়ন ও তিনটি পৌরসভার ১০৩৬ জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বিডি প্রতিদিন/এমআই