ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভেজাল কীটনাশক বিক্রির অভিযোগে এক দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের অভিযানে উপজেলার তন্তর বাজার এলাকার ইভা ট্রেডার্সের মালিক মানিক মিয়াকে এ জরিমানা করা হয়।
ভোক্তা অধিকারের সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, তন্তর বাজারে ব্যবসায়ী আর এমন কীটনাশক বিক্রি করবেন বলে অঙ্গীকার করেছেন। অভিযোগে ভিত্তিতে তার দোকানে গিয়ে সিনজেনটা কম্পানির নকল কীটনাশক পাওয়া যায়। এ সময় ওই ব্যবসায়ীকে ভেজাল কীটনাশ বিক্রি না করার বিষয়ে অঙ্গীকার করানো হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএম