বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল এর ৭৪তম সভা উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতারের সভাপতিত্বে মঙ্গলবার ঢাকা আঞ্চলিক কেন্দ্রের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন ও ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল উপস্থিত ছিলেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২ এর ২২ (১)(ছ) ও ২২ (২) ধারা অনুসারে বাউবির একাডেমিক কাউন্সিলের নতুন ১০ জন সদস্য মনোনয়ন পেয়েছেন। তাদের মধ্যে ৯ জন সদস্য এ সভায় যোগদান করেন।
বাউবি তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আ.ফ.ম মেজবাহ উদ্দিন মঙ্গলবার জানান, উপাচার্য একাডেমিক কাউন্সিলের নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন এবং বাউবি পরিবারে স্বাগত জানান। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক বিষয়ে নিয়ে আলোচনা করা হয়। সভায় বাউবির বিভিন্ন স্কুলের ডিন, শিক্ষক, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত), লাইব্রেরিয়ান (ভারপ্রাপ্ত) এবং আঞ্চলিক পরিচালকসহ মোট ৪০ জন সদস্য উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন বাউবির রেজিস্ট্রার ও একাডেমিক কাউন্সিলের সচিব ড. মহা.শফিকুল আলম।
বিডি প্রতিদিন/এএ