সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২২ জয়ী মাগুরার দুই কৃতি খেলোয়াড় ইতি রানী ও সাথী বিশ্বাসকে মঙ্গলবার মাগুরা আছাদুজ্জামান স্টেডিয়ামে সংবর্ধনা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুজ্জামান শিখর এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল এবং সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ জয়ী দলের সদস্য ইতি রানী ও সাথী বিশ্বাস।
ইতি রানী ও সাথী বিশ্বাসের হাতেখড়ি গোয়ালদহ প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। সেখানে জায়গা স্বল্পতার কারণে পরিপূর্ণভাবে তারা প্র্যাকটিস করতে পারে না। যে কারণে ইতি ও সাথীর দাবিকে সমর্থন জানিয়ে মেয়েদের খেলার জন্য স্থানীয় সকলকে সাথে নিয়ে আলাদা মাঠের ব্যবস্থা করবেন বলে জানান প্রধান অতিথি সাইফুজ্জামান শিখর।
বিডি প্রতিদিন/এমআই