গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নানসহ ৫৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সোমবার রাতে এস আই মো. আল আমিন বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানায় মামলাটি দায়ের করেন। সড়কে চলাচল বন্ধ করে জনমনে ভীতি সঞ্চার, ভাঙচুর, পুলিশের ওপর হামলা করে আহত করা, কর্তব্য কাজে বাধা ইত্যাদি অভিযোগে মামলাটি দায়ের করা হয়। গত সোমবার বিকেলে পুলিশ-বিএনপি সংঘর্ষের সময় আটক ১৫ জনকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি জিয়াউল ইসলাম জানান, সোমবার বিকেলে সড়ক অবরোধ করে মিছিল করতে নিষেধ করলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা পুলিশের ওপর চড়াও হন। একপর্যায়ে তারা বিক্ষিপ্তভাবে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং লাঠিসোটা দিয়ে হামলা চালায়। এতে জিএমপি পুলিশের এস আই উৎপল, কনস্টেবল কামরুল ইসলাম, মনির হোসেন ও মো. সাব্বির হোসেন আহত হন। পরে পরিস্থিতি নিযন্ত্রণ করতে মৃদু লাঠিচার্জ, কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়া হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দায়েরকৃত মামলায় ৫৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত আরো অনেককে আসামি করা হয়। গ্রেফতার ১৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। আদালত ১৩ জনের দুই দিন পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন।
উল্লেখ্য, সোমবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর শহরের দলীয় কার্যালয়ে বিভিন্ন স্থানে নিহত দলীয় নেতা-কর্মীদের স্মরণসভা ও শোক র্যালির আয়োজন করে গাজীপুর জেলা বিএনপি। স্মরণসভা শেষে শোক র্যালি বের করাকে কেন্দ্র পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা থাওয়া, সংঘর্ষ, রাবার বুলেট, টিয়ারসেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ৪ পুলিশ ও বিএনপি নেতাকর্মীসহ ২০ জন আহত হয়।
বিডি প্রতিদিন/এএম