টাঙ্গাইলের ঘাটাইলে ছাত্রলীগের নেতার দায়ের করা মামলায় বিএনপির ৫ নেতার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাউদ হাসান শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরা হলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক রানা কাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হেলাল, সদস্য মো. রফিকুল এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওয়ায়দুল হক নাসির।
মামলা সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট ঘাটাইল উপজেলার ছাত্রলীগ ও যুবলীগ বিশেষ সভার আয়োজন করেছিলো। সে সভাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ২৪ আগস্ট রাতে ৫ ও ৬ নং ওয়ার্ড যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে পরামর্শ নেয়ার জন্য মোটারসাইকেলযোগে ১৫ থেকে ২০ জন নেতাকর্মী রওনা হয়। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপজেলার চতিলা এলাকায় পৌঁছলে প্রায় ১শ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মোটরসাইকেল গতিরোধ করে। এ সময় কয়েকজন নেতাকর্মী আহত হয়। পরে এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের সদস্য রুবেল মিয়া বাদি হয়ে ঘাটাইল থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে টাঙ্গাইলের কোর্ট ইন্সপেক্টর তানভীর আহমেদ বলেন, মামলা হওয়ার পর তারা হাইকোর্ট থেকে ৬ মাসের আগাম জামিন নিয়ে আসেন। পরে উচ্চ আদাল তাদেরকে জামিন শেষ হওয়ার পর নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। মঙ্গলবার তারা টাঙ্গাইল আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন। আদালতের বিচারক শুনানি শেষে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিডি প্রতিদিন/এএ