শেরপুরের নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৭৫ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও ৩০ জনের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বিকালে উপজেলা পরিষদ হল রুমে এ সব বিতরণ করা হয়।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে গৃহীত “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” শীর্ষক কর্মসূচির আওতায় এ শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়।
এ সময় নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হেলেনা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম