গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছাড়া বাকী চার প্রার্থীর সবাই ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সাঘাটা উপজেলার বগারভিটা উচ্চ বিদ্যালয় মাঠে চার প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেন।
ভোট বর্জনকারী চার প্রার্থী হলেন-জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু (লাঙল), বিকল্প ধারা বাংলাদেশের প্রার্থী জাহাঙ্গীর আলম (কুলা), স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ (আপেল) এবং স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাহবুবুর রহমান (ট্রাক)।
তারা গণমাধ্যমের সামনে অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ ভোট কারচুপি ও কেন্দ্র দখল করাসহ গোপন কক্ষে ঢুকে ভোট দেয়া এবং তাদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছে। আবার নির্বাচন কমিশন অনিয়মের কারণে ৪৩ কেন্দ্রের ভোট স্থগিত করেছে। তাই ভোট বর্জন করার সিদ্ধান্ত গ্রহণ করা হলো।
এদিকে, অনিয়মের অভিযোগে ৪৩ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।
সাঘাটা ও ফুলছড়ি উপজেলার ১৭টি ইউনিয়নের মোট ১৪৫টি কেন্দ্রে ভোট নেয়া হচ্ছে ইভিএমে। ১৪২ কেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে ভোটগ্রহণের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন।
গত ২২ জুলাইয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে আসনটিকে শূন্য ঘোষণা করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন