কক্সবাজারের টেকনাফ কায়ুকখালী পাড়া এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১৫-এর সদস্যরা মো. রফিক প্রকাশ কাটা রফিক (৩৫) নামে এক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে। কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক মো. বিল্লাল উদ্দিন গণমাধ্যমকে এসব নিশ্চিত করেন।
বুধবার গভীর রাতে র্যাব-১৫, কক্সবাজার সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন কায়ুকখালী পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ওই এলাকার হাবিবউল্লাহ’র ছেলে রফিককে গ্রেফতার করে।
গ্রেফতার আসামির বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি
বিডি প্রতিদিন/এমআই