আগামী ১৫ অক্টোবর ময়মনসিংহ বিভাগীয় গণসমাবেশ সফল করতে ফুলপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর সন্ধ্যা ৭টার দিকে উপজেলা কৃষকদলের আয়োজনে পৌর শহরের গ্রীণ রোডে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এড. আবুল বাসার আকন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ আলী ও জেলা কৃষক দলের সদস্য আহমদ আলী চঞ্চল।
উপজেলা কৃষক দলের সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন, পৌর কৃষক দলের সভাপতি আব্দুল্লাহ আল ইল্লাল, সাধারণ সম্পাদক আবুল হাসান মানিক, উপজেলা কৃষক দলের সদস্য হারুন অর-রশিদ, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক কায়সার ফেরদৌস, উপজেলা কৃষক দলের সহসম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ