গত ৭ অক্টোবর থেকে ১৩ অক্টোবর ৭ দিনে নিষেধাজ্ঞা অমান্য করে সাগর ও নদীতে মা ইলিশসহ বিভিন্ন প্রজাতীর মাছ শিকার করায় মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ-পুলিশ ১১০টি অভিযান পরিচালনা করেছে। এসময় ৩ লক্ষ ৯০ হাজার মিটার জাল আটক করে পুড়িয়ে দেয়া হয়।
এছাড়া ইলিশসহ বিভিন্ন প্রজাতীর ২৪২ কেজি মাছ আটক করে এতিমখানায় বিতরণ করা হয়। এসব ঘটনায় ৯টি মামলা দায়ের করা হয়। ভ্রাম্যমাণ আদালতে ৭ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ এবং ১১ জেলেকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পাথরঘাটার নৌ-পুলিশ বিষখালী ও সাগর মোহনায় মাছ শিকারের সময় ১৭ কিশোর জেলেকে মাছ ও জালসহ আটক করে।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ দেব জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, কোস্টগার্ড ও নৌ-পুলিশের সহযোগিতায় বিশখালী-বুড়ীশ্বর-সাগর মোহনায় বিকাল থেকে ভোররাত পর্যন্ত অভিযান অব্যাহত থাকায় নিষেধাজ্ঞা অমান্যকরে মাছ শিকারির সংখ্যা কমে এসেছে। যারা শিকারে আসছে আমরা তাদেরকে আটক করতে সক্ষম হচ্ছি।
বিডি-প্রতিদিন/শফিক