কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে কুমিল্লা থেকে বেড়াতে আসা এক মাদ্রাসা শিক্ষার্থী সাগরে ভেসে গেছে। এসময় আরও একজনকে উদ্ধার করেছে লাইফ গার্ড ও বিচ কর্মীরা। আজ শুক্রবার সকালে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থীর নাম তাহসিন (১৬)। সে কুমিল্লা জেলার মোগদাও এলাকার কাশেমুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। তার পিতার নাম বলতে পারেনি অপর বন্ধুরা। উদ্ধার অপর বন্ধু একই মাদ্রাসার শিক্ষার্থী একই এলাকার আবুল হোসেনের পুত্র ফয়াসাল।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মিজান উজ জামান জানান, আজ শুক্রবার সকালে কুমিল্লা থেকে চার বন্ধু কক্সবাজারে বেড়াতে এসে সরাসরি সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে পড়ে। সকাল আটটার দিকে চার বন্ধুর দুই জন ফয়সাল ও তাহসিন গোসল করার এক পর্যায়ে সাগরের ঢেউয়ে ভেসে যায়। এসময় সৈকতে কর্মরত সি সেইফ লাইফ গার্ড কর্মীরা ফয়সালকে উদ্ধার করে। অপর বন্ধু তাহসিন সাগরে ভেসে গিয়ে এখনো নিখোঁজ রয়েছে।
ট্যুরিস্ট পুলিশ জানান, নিখোঁজ তাহসিনকে উদ্ধারে সি সেইফ লাইফ গার্ড বিচ কর্মী ও ট্যুরিস্ট পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।
পুলিশ আরও জানায়, কুমিল্লা থেকে বেড়াতে আসা এই চার বন্ধুর মধ্যে একজন পালিয়ে গেছে। দুই জন ট্যুরিস্ট পুলিশের হেফাজতে রয়েছে। তাদের বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ