টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় শাহীন আহমেদ (২২) নামে এক প্রাইভেটকার চালকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার ভোর রাতে ঢাকা-সাগরদিঘী সড়কের ছাবেদের চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড মিলপাড় এলাকার হাফিজ উদ্দিনের ছেলে। এসময় গাড়িতে থাকা সানোয়ার হোসেন নামের এক যাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে বলে জানায় তার স্বজনরা।
সখীপুর থানা পুলিশ জানায়, ভোর রাতে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
সখীপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, এ ঘটনায় কেউ বাদী না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন