পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের সংঘর্ষে রাজু আহমেদ নামে একজন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউপির বাঙ্গিবেচা সেতু এলাকায় এই ঘটনা ঘটে।
মৃত রাজু আহমেদ (২৪) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের মধ্যে শনিবার সকালে মারামারি হয়। পরে বিরোধের জেরে সন্ধ্যায় রাজুকে কয়েকজন বন্ধু বাসা থেকে ডেকে নিয়ে যায়। রাতে বাঙ্গীবেচা সেতু এলাকায় রাজু ও তার বন্ধুদের ওপর হামলা চালায় প্রতিপক্ষ গ্রুপের লোকজন। এসময় দুই পক্ষের সংঘর্ষের একপর্যায়ে অন্যরা পালিয়ে যেতে পারলেও রাজু পারেনি। তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে প্রতিপক্ষরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মওলা বলেন, পূর্ব শত্রæতার জেরে সংঘর্ষে রাজু আহমেদ নিহত হয়েছেন। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ