ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় জনি মাতুব্বর (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টার দিকে তারাইল-সদরপুর আঞ্চলিক সড়কের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের দুয়াইর দরগা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জনি ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের দোপপাশা গ্রামের মন্টু মাতুব্বরের ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মনিরুজ্জামান মনির।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার রাতে বাড়ি ফেরার পথে উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের দুয়াইর দরগা বাজার এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
বিডি প্রতিদিন/এমআই