টাঙ্গাইলের সখীপুরে ভূয়াইদ টেকনিক্যাল ইন্সটিটিউট এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মেহেদী হাসান জুয়েলের উপর হামলা ও বাংলা প্রভাষক হালিমা খাতুনকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বড়চওনা-কালিহাতী সড়কের ভূয়াইদ খালপাড় এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কলেজ ব্যবস্থাপনা কমিটির সদস্য আব্দুল মান্নান শিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যক্ষ মেহেদী হাসান জুয়েল, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী, স্থানীয় নূরে আজম, খান আহমেদ হৃদয় পাশা প্রমুখ। হামলা ও লাঞ্ছিতের ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করে বক্তারা বলেন, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
অধ্যক্ষ মেহেদী হাসান জুয়েল বলেন, গত ১১ অক্টোবর দুপুরে অফিসিয়াল কক্ষে শিক্ষকদের হাজিরা খাতায় জৈষ্ঠতার ভিত্তিতে স্বাক্ষর করা নিয়ে আমার উপর হামলা করে এই কলেজের ইংরেজি প্রভাষক রফিকুল ইসলাম ও গেস্ট টিচার ওমর ফারুক রবিন। এ হামলা ঠেকাতে গিয়ে বাংলা প্রভাষক হালিমা খাতুন লাঞ্ছিত হয়েছেন। এরপর আমি সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এক রাত ভর্তি থাকার পর ১২ তারিখ সখীপুর থানায় লিখিত একটি অভিযোগ করি এবং বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তাকে অবগতি করা হয়েছে।
গেস্ট টিচার ওমর ফারুক রবিন বলেন, অধ্যক্ষ মেহেদী হাসান জুয়েল নিয়ম বহির্ভূত জুনিয়র শিক্ষক হালিমা খাতুনকে সিনিয়র হিসেবে হাজিরা খাতায় স্বাক্ষর করায়। এ নিয়ে সিনিয়র শিক্ষক রফিকুল ইসলামের সাথে অধ্যক্ষ স্যারের কথা কাটাকাটি হয়। প্রকৃত পক্ষে কোন হামলা বা লাঞ্ছিতের ঘটনা ঘটেনি।
বিডি প্রতিদিন/হিমেল