বাগেরহাটে নানা আয়োজনের মধ্যদিয়ে কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র ৬৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার সকালে অকাল প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র জন্মবার্ষিকীতে তার গ্রামের বাড়ি বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালী গ্রামে বিভিন্ন সংগঠন আনন্দ র্যালি বের করে। পরে তারা কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ ছাড়াও রুদ্র স্মৃতি সংসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, মোংলা নাগরিক সমাজ, মিঠাখালী বাজার বণিক সমিতি, মোংলা সাহিত্য পরিষদ, মোংলা কবিতা পরিষদ, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যাপীঠসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র জন্মবার্ষিকীতে দিনভর কেক কাটা এবং রুদ্রের গান ও কবিতা আবৃত্তিসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন