চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নে ডাকাতিয়া নদীর উপর উটতলী সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার দুপুরে সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমান এমপি।
স্থানীয়দের দাবির প্রেক্ষিতে ৬৩ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে সাড়ে ৫শ’ মিটার দৈর্ঘ্যের সেতুটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়ন করছে।
এসময় উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বাংলাদেশ কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান নুরুল আমিন মানিক, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতারা।
বিডি প্রতিদিন/হিমেল