আগামীকাল জেলা পরিষদ নির্বাচন ২০২২ উপলক্ষে নাটোরে নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রবিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের জেলা রিটানিং অফিসারের কার্যালয় থেকে এই নির্বাচন সামগ্রী বিতরণ করা হয়। এ সকল সামগ্রী বিতরণ করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শামীম আহমেদ। জেলায় সাতটি উপজেলার কেন্দ্রগুলোতে এই সামগ্রী ভোট গ্রহণ কর্মকর্তা অর্থাৎ প্রিজাইডিং এবং পোলিং অফিসারদের হাতে তুলে দেন তিনি।
উলেখ্য সাতটি উপজেলা আটটি পৌরসভার মিলে ৬৭টি প্রতিষ্ঠানের পুরুষ ৬১৪ জন, নারী ১৯২ জন সর্বমোট ৮০৬ জন ভোটার আগামীকাল সকাল থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট কক্ষের সংখ্যা ১৪টি। এই ভোটে চেয়ারম্যান পদে দুইজন, সাধারণ সদস্য পদে ৩৩ জন এবং সংরক্ষিত আসনে ১২ জন প্রার্থী।
বিডি প্রতিদিন/এএ