বগুড়ার আদমদীঘির সান্তাহারে পুকুরের পানিতে ডুবে আরাফাত (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশু আরাফাত উপজেলার ইয়ার্ড কলোনির আবু রায়হানের ছেলে। শনিবার সন্ধ্যায় সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনি মহল্লায় এ ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার বিকেল পাঁচটায় শিশু আরাফাত খেলতে বাড়ির বাইরে বের হয়। সন্ধ্যা ঘনিয়ে আসায় শিশুকে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায় বাড়ির পাশের একটি পুকুরের পানিতে শিশু আরাফাতকে তারা ভাসমান অবস্থায় দেখতে পান।
এ বিষয়ে সান্তাহার ফাঁড়ির উপ-পরিদর্শক উজ্জল মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই