বাগেরহাটের চিতলমারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব ঠান্ডাকে পুলিশ গ্রেফতার করেছে। খুলনা বিভাগীয় মহাসমাবেশ সফল করতে শনিবার বিকালে বাগেরহাট জেলা বিএনপির প্রস্তুতি সভায় যোগ দিয়ে রাতে চিতলমারীতে ফেরার পর পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ বলছে, তিন মাস আগে ধর্ম অবমাননা নিয়ে এক কলেজছাত্রীর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট দেয়াকে কেন্দ্র করে চিতলমারী থানায় ভাঙচুর মামলায় বিএনপি নেতা ঠান্ডাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুরে গ্রেফতারকৃত বিএনপি নেতাকে আদালতে মাধ্যমে কারাগারের পাঠানো হয়েছে।
বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী এটি এম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা, ড. শেখ ফরিদুল ইসলাম, সরদার ওহিদুল ইসলাম পল্টু, প্রকৌশলী মাসুদ রানা ও জেলা যুবদলের সাধারন সম্পাদক মো. সুজন মোল্লা চিতলমারী উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আহসান হাবিব ঠান্ডাকে গ্রেফতারের তিব্র নিন্দা জানিয়ে বলেছেন, তিন মাস আগে ধর্ম অবমাননা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট দেয়াকে কেন্দ্র করে এক কলেজ ছাত্রীকে ছিনিয়ে নিতে হেফাজতকে সাথে নিয়ে চিতলমারী থানায় ভাঙচুর চালায় ছাত্রলীগ ও যুরলীগের নেতাকর্মীরা। কলেজ ছাত্রীর ধর্ম অবমাননার ওই মামলার বাদীও এক ছাত্রলীগ নেতা। ওই ঘটনার সাথে বিএনপির নেতাকর্মীদের কোন সংশ্লিষ্টতা না থাকলেও আগামী ২২ অক্টোবর বিএনপির খুলনা বিভাগীয় মহাসমাবেশ বানচাল করতে বিএনপি নেতা আহসান হাবিব ঠান্ডাকে হয়রানিমূলক মিথ্যা মামলায় পুলিশ গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেন বিএনপির নেতারা।
বিডি প্রতিদিন/এএম