ভোলায় ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে পাঁচ শতাধিক অসহায়-দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা দিয়েছে ‘কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন।
রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার ভেলুমিয়া চর চন্দ্র প্রসাদ প্রাথমিক বিদ্যালয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে রোগীদের চিকিৎসা সেবা ও পরামর্শ দেয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।
মেডিকেল ক্যাম্পে চক্ষু, দাঁত, ডায়াবেটিস, ফিজিওথ্যারাপি ও গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবা দেয়া হয়। ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে আলতাজুর রহমান কলেজের অধ্যক্ষ জাহানজেব আলম টিটু চৌধুরী, কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাসনাইন ইশতিয়াক বাবু, কার্যনিবাহী কমিটির সদস্য সুলতান মাহামুদ মঞ্জিল প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই