সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২৪ ঘণ্টার ব্যবধানে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে আসামিদের নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার বড়হর দক্ষিণপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে তারিকুল ইসলাম (১৯) এবং রায়গঞ্জ উপজেলার হাট পাঙ্গাসী গ্রামের শামছুল ইসলামের ছেলে রাজু (২৮)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে বড়হর দক্ষিণপাড়া গ্রামের ৭ বছরের এক শিশুকে ঘাসের জমিতে নিয়ে ধর্ষণ করে তারিকুল ইসলাম। অপরদিকে, রবিবার সন্ধ্যায় উপজেলার বাঁখুয়া গ্রামে শশুর বাড়িতে বেড়াতে এসে ১০ বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণ করেন রাজু।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, ২৪ ঘণ্টার ব্যবধানে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় দু’টি ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়েছে। বিকেলে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক