গাজীপুরের শ্রীপুর থেকে মো. সাইফুল ইসলাম (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় তার দেহ তল্লাশি করে ২০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শুক্রবার (৪ নভেম্বর) উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের জৈনক জহিরুল ইসলাম লিটনের বাড়ির সামনে অভিযান পরিচালনা করে তাকে আটক করে শ্রীপুর থানা পুলিশ।
আটককৃত সাইফুল ইসলাম ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের মৃত সাহাব উদ্দিন মৃধার ছেলে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামে অভিযান পরিচালনা করে মাদক কারবারি সাইফুল ইসলামকে আটক করা হয়।
তিনি আরও জানান, এরপর তার দেহ তল্লাশি করে ২০৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বলে বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ