রাঙামাটিতে শিক্ষার্থীদের স্পীড বোটের সাথে একটি ইঞ্জিন বোটের মুখোমুখি সংর্ঘষ সাতজন আহত হয়েছে। এ ঘটনায় কাপ্তাই হ্রদে ডুবে নিখোঁজ হয়েছে আরও ২ জন। শুক্রবার (৪ নভেম্বর) বিকাল ৩টার দিকে রাঙামাটি থেকে যাওয়ার পথে লংগদুর কাট্টলী বিল গাছখিলা এলাকায় এঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন- বাঘাইছড়ি উপজেলার -কেংড়াছড়ি গ্রামের বাসিন্দা মুক্ত লাল চাকমা ছেলে লিটন চাকমা (২০) ও গ্রাম-হাজাছড়া বরকল উপজেলার শুভলং ইউনিয়নের সুরুত চাকমার মেয়ে এলিনা চাকমা মহিলা (২০)। তারা দুইজনই বাঘাইছড়ি উপজেলার সিজক বিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাঙামাটি থেকে যাওয়ার পথে লংগদুর কাট্টলী বিল গাছখিলা এলাকায় কাপ্তাই হ্রদে শিক্ষার্থীদের যাত্রীবাহী স্পীড বোট ও ইঞ্জিন চালিত বোটের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় স্পীড বোটে থাকা শিক্ষার্থীরা সবাই রাঙামটি কাপ্তাই হ্রদে তলিয়ে যায়। তাদের মধ্যে তাৎক্ষণিক ৯ জনকে উদ্ধার হলেও বাকি ২জন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনাবাহিনী। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানোর পর নিখোঁজ দুই ছাত্র ও ছাত্রীকে উদ্ধার অভিযান অব্যাহত রাখা হয়। তবে পানির স্রোত থাকায় নিখোঁজদের উদ্ধার করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে রাঙামাটি লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাঙামাটি ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা বাহিনী উদ্ধার করার আপ্রাণ চেষ্টা করেছে। তবে পানির স্রোত বেশি থাকায় তাদের সন্ধান মেলনি। এছাড়া সন্ধ্যা হয়ে যাওয়া আপাতত উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। সকালে (শনিবার) আবারও উদ্ধার অভিযান চালানো হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ