বগুড়া কাবাডি লীগ ২০২১-২২ এর ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুক্রবার বিকেলে বগুড়া শহরের শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়াম চত্বরে ফাইনাল খেলায় ২৬ পয়েন্টের ব্যবধানে এসএস স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় মোট ৪০ মিনিটে এসএস স্পোর্টিং ক্লাব ৫৩ পয়েন্ট অর্জন করে বিজয়ী হয়। অপরদিকে রানার আপ এস এন্টারপ্রাইজ ২৭ পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলনের সভাপতিত্বে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক জিয়াউল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা হযরত আলী, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সার্জিল আহমেদ, কোষাধ্যক্ষ শামীম কামাল শামীম, সদস্য আল রাজী জুয়েল, স্বপন, জামিল, আলেয়া খাতুন ও মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দিলরুবা আমিনা আক্তার বানু সুইট।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জিয়াউল হক বলেন, কাবাডি মানেই উত্তেজনা ও জনপ্রিয় খেলা। এ খেলার বিস্তার ঘটানোর চেষ্টা করতে হবে। এ খেলা আমাদের ঐতিহ্যবাহী একটি খেলা। অংশ নেওয়া খেলোয়াড়দের মাঝ থেকে জাতীয় পর্যায়ে বগুড়ার খেলোয়াড়রা অংশ নেবে। আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে হবে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও এখন প্রতিযোগিতা হচ্ছে কাবাডির। বগুড়ায় কাবাডির প্রতিযোগিতা আগামীতেও হবে। যাতে বগুড়ার খেলোয়াড়রা সারাদেশে সুনাম বয়ে নিয়ে আসতে পারে।
বিডি প্রতিদিন/এমআই