মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত মহেশখালীর মৌলানা জাকারিয়া (৯৮) মারা গেছেন।
শুক্রবার চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে। নিহতের পরিবারের সদস্য মিশকাত শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থাকার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান তিনি।
জাকারিয়া মহেশখালী পৌরসভার আব্দুল আজিজ সিকদারের ছেলে এবং যুদ্ধাপরাধ মামলার আসামি হাশেম সিকদারের ভাই। মহেশখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সালেহ আহমদ ২০১৫ সালে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুন্যালে মৌলভী জাকারিয়া কে আসামি করে মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্তের পর অভিযুক্ত জাকারিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলো বলে জানা যায়। ২০১৫ সালে আন্তর্জাতিক ট্রাইবুন্যালের করা মামলার বিষয়ে নিশ্চিত করেছেন মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা সালেহ আহমদ। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মৌলভী জাকারিয়া মানবতাবিরোধী অপরাধের সাথে যুক্ত ছিলেন বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন