নাটোরের লালপুর উপজেলায় সুকতারা (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
এ ঘটনায় শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে গৃহবধূর স্বামী সাকিব হোসেনকে (২৬) আটক করেছে লালপুর থানা পুলিশ। তিনি উপজেলার ভাটপাড়া গ্রামের সাহীন হোসেনের ছেলে।
জানা গেছে, শুক্রবার সকালে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এমআই