ময়মনসিংহের ফুলপুরে ৫১তম জাতীয় সমবায় দিবস ২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০টায় পতাকা উত্তোলন করা হয়। এরপর এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণসহ ভাষা সৈনিক এম শামসুল হক চত্বর হয়ে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় অফিস ও উপজেলার সমবায়ীরা আয়োজন করে। ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসার আব্দুল গফুরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ওসি আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বিল্লাল হোসেন, সিনিয়র সাংবাদিক নাজিম উদ্দিন, মোস্তফা খান, এম এ মান্নান, তারাকান্দা বণিক সমিতির সভাপতি নুরুজ্জামান বকুল, কে ঘোঘ, আব্দুল গণি ও মোহাম্মদ আলী প্রমুখ।
উপজেলা সমবায় অফিস সূত্রে জানা যায়, ফুলপুর ও তারাকান্দা উপজেলায় বিআরডিবি, সিআইজি ও প্রাথমিকসহ রেজিস্ট্রেশনভুক্ত ৭৩১টি সমিতি রয়েছে। এদের মধ্যে সমবায়ে বিশেষ অবদান রাখায় এবার মোট ১৫টি সমবায় সমিতিকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এমআই