ফরিদপুরের চরভদ্রাসনে ৫১তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হতে র্যালিটি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ স্লোগানকে প্রতিপাদ্য করে র্যালিটি উপজেলা পরিষদ হতে সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্বের স্থানে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, সমবায় কর্মকর্তা আনিছা খাতুন ও চরভদ্রাসন হাট বাজার বণিক সমবায় সমিতির সভাপতি আলমগীর হোসেন মোল্যা প্রমুখ। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এমআই