বগুড়ায় দুর্বৃত্তদের কুড়ালের আঘাতে গুরুতর আহত শিক্ষানবিশ আইনজীবী আবদুল বারী চান (৪০) মারা গেছেন।
শনিবার সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি নূরে আলম।
নিহত আবদুল বারী চান শহরের চকফরিদ কলোনি এলাকার মৃত তবেজ উদ্দিনের ছেলে। তিনি বিএনপির রাজনীতি করতেন। ১ নভেম্বর সকাল ৯টার দিকে বাড়ি থেকে বের হওয়ার সময় চানের ওপর হামলা হয়। দুর্বৃত্তরা চাইনিজ কুড়াল দিয়ে চানের মাথায় আঘাত করে পালিয়ে যায়। এরপর তাকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হলে আইসিইউতে নেওয়া হয়। পরে সেখানে চারদিন পর শনিবার সকালে মৃত্যু হয় তার।
ওসি নূরে আলম আরও জানান, চানের ওপর হামলার ঘটনায় তার স্ত্রী রুনা মাহমুদ ২ নভেম্বর একটি মামলা করেছেন। মামলায় তিনি জমিজমা নিয়ে বিরোধের কারণে তার স্বামীর ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন। হামলায় জড়িত পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচ জনের জড়িত থাকার কথা বলেছেন তিনি। মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর হবে। আসামিদের শনাক্ত করা হয়েছে। শিগগিরই তাদের গ্রেফতার করা হবে।
বিডি প্রতিদিন/কালাম